রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৪ মে ২০২৪ ২২ : ৩৩Sampurna Chakraborty
মোহনবাগান - ১ (কামিন্স)
মুম্বই সিটি - ৩ (পেরেরা, বিপিন, জাকুব)
সম্পূর্ণা চক্রবর্তী: স্বপ্নভঙ্গের রাত। ফের মুম্বই সিটির হাতে। ঘাতক সেই বিপিন সিং। নিমেষের মধ্যে যুবভারতী যেন ফাতোর্দা। তিন বছর আগে দর্শকশূন্য মাঠে প্রথমে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল মোহনবাগানকে। এবারও আন্তোনিও হাবাসের একই পরিণতি। তবে এবার ৬২ হাজার দর্শকের সামনে। ঘরের মাঠে হাতছাড়া ত্রিমুকুট। ট্রেবল হল না মোহনবাগানের। শনিবার রাতে আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে হারল সবুজ মেরুন। এক গোলে এগিয়েও তিন গোল হজম। ১-৩ গোলে অপ্রত্যাশিত হার। ১৫ এপ্রিল এই মুম্বইকে হারিয়েই লিগ শিল্ড জিতেছিল হাবাসের দল। বাগানের ডেরায় প্রতিশোধ নিল পিটার ক্র্যাটকির দল। সেদিন ছাংতেকে বোতলবন্দি করে জিতেছিলেন হাবাস। এদিন ঠিক তার উল্টো। মুম্বই কোচের ছকে আটকে গেলেন দিমিত্রি পেত্রাতোস। তাতেই শেষ বাগানের যাবতীয় কারিকুরি। লিগ শিল্ড চ্যাম্পিয়ন দলের থেকে এত খারাপ ফুটবল আশা করা যায়নি। দুরন্ত ছন্দে থাকা বাগানের আচমকাই অধঃপতন। সেই ঝাঁঝ ছিল না। প্রথম থেকে শেষ পর্যন্ত গাছাড়া মনোভাব। খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বাগান। প্রথমার্ধে তাও কয়েকটা পজিটিভ আক্রমণ ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে পুরোপুরি হারিয়ে যায় বাগান। দুর্দান্ত ছাংতে, আপুইয়া। স্ট্র্যাটেজিতে আইএসএলের সেরা কোচকে টেক্কা দিলেন আনকোড়া ক্র্যাটকি। এদিন একেবারেই চ্যাম্পিয়নদের মতো খেলেনি মোহনবাগান। লিগ শিল্ড জয়ীদের আইএসএল ট্রফি অধরা থাকল। পরপর দু"বার আইএসএল জিতে নজির সৃষ্টি করা হল না বাগানের। যোগ্য দল হিসেবেই আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি। জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কল্যাণ চৌবে।
প্রথমার্ধ ম্যাড়ম্যাড়ে। প্রথম থেকে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় মোহনবাগান। যা একেবারেই প্রত্যাশিত ছিল না। আগের দিন সাংবাদিক সম্মেলনে ৪৫ মিনিটে ম্যাচ শেষ করার কথা বলেছিলেন হাবাস। কিন্তু মাঠে তার প্রতিফলন হয়নি। প্রথম ৪০ মিনিট কোনও আক্রমণ নেই। বরং ভাগ্য সঙ্গ দিলে প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যেতে পারত মুম্বই। এদিন দলে কোনও পরিবর্তন করেননি বাগান কোচ। তবে শুরুতে বিপক্ষকে মেপে খেলতে গিয়ে পুরোপুরি খোলসের মধ্যে ঢুকে যায় বাগান। কোনও উইং প্লেও ছিল না। প্রথম আধ ঘণ্টা ম্যাচ মূলত মাঝমাঠেই ঘোরাফেরা করে। কোনও দলই সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের ৩১ মিনিটে প্রথম সুযোগ। ছাংতের ফ্রিকিক ক্রসপিসে লাগে। তার আট মিনিট পরে আবার গোলের সুযোগ ছিল মুম্বইয়ের সামনে। কিন্তু এবারও ফুটবল দেবতা সঙ্গ দেয়নি। ম্যাচের ৩৯ মিনিটে বিক্রম প্রতাপের পাস থেকে হাফ টার্ন নিয়ে ছাংতের শট শুভাশিসের পায়ে লেগে পোস্টে লাগে। দর্শক হয়ে দেখা ছাড়া কোনও ভূমিকা ছিল না সবুজ মেরুন রক্ষণের। কিন্তু ভাগ্য সহায় থাকায় সেই যাত্রায় বেঁচে যায় বাগান। হাবাসের দলের প্রথম সুযোগ ৪২ মিনিটে। থাপার পাস থেকে লিস্টনের শট মুম্বই কিপার লাচেনপার গায়ে লাগে। ফিরতি শট সরাসরি কিপারের হাতে তুলে দেন থাপা। ম্যাচের ৪৪ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। লিস্টনের পাস থেকে দিমিত্রির দূরপাল্লার শট বাঁচায় মুম্বই কিপার। বাঁ পায়ের ফিরতি শটে গোল জেসন কামিন্সের। ঠিক ওড়িশা ম্যাচের পুনরাবৃত্তি। সবুজ মেরুন জার্সিতে ১২তম গোল অজি বিশ্বকাপারের। বিরতির পরও একই তিমিরে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরান পেরেরা ডিয়াজ। ৫৩ মিনিটে মনবীরকে ঘাড়ে নিয়ে বাঁ পায়ের শট গোলে রাখেন মুম্বইয়ের বিদেশি স্ট্রাইকার। ডিয়াজকে কভার করতে ব্যর্থ মনবীর। শেষে ইউস্তে চেষ্টা করলেও পারেনি। ৬২ মিনিটে আবার সুযোগ ছিল। কিন্তু ছাংতের মাইনাস থাকে বাইরে মারে রাহুল বেকে। ম্যাচের ৮১ মিনিটে পরিবর্ত ফুটবলার বিপিন সিংয়ের গোল মোহনবাগানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তিন বছর আগে গোয়ায় আইএসএল ফাইনালে এই বিপিনের শেষ মিনিটের গোলেই স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারও একই চিত্র। ম্যাচের ৯০+৭ মিনিটে আরও এক "সুপারসাব" বাগানের কফিনে শেষ পেরেক পোঁতেন। বিক্রম প্রতাপের ব্যাক হিল থেকে ১-৩ করেন জাকুব।
ছবি: অভিষেক চক্রবর্তী
নানান খবর
নানান খবর

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, শেষ ল্যাপে এসে মরিয়া কামড় রাফিনিয়াদের

চার্চিলই চ্যাম্পিয়ন, ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে ইন্টার কাশি

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই